রোববার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আহাদ মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রামনগর গ্রামের আব্দুর রশিদ ওরফে লেদু মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে ওসমানীনগর থেকে সিলেটগামী মাইক্রেবাস (ঢাকা মেট্রো-চ-০২-৩৩০২) থেকে তল্লাশি করে সাড়ে ৪ লাখ টাকার ৪৫ কেজি গাজাঁ জব্দ করা হয়। এ সময় আহাদ মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) সজল হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং- ৪/০৫-০১-০৯) মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই দিলীপ কান্ত নাথ একই বছরের ৪ ফেব্রুয়ারি মো. আহাদ মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০০৯ সালের ১৬ জুন থেকে মামলার বিচারকাজ শুরু হয়।
দীর্ঘ শুনানিতে ১৮ সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি মো. আহাদ মিয়াকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলি ছিলেন- অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ইয়াকুতুল বাসিত শাহীন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনইউ/এসআরএস/জেডএস