ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত তিন প্রতীকী

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইনের মহিলা মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আলী হোসেনকে (৩১) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে তার বাম পায়ে আঘাত লাগে।

আলী হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় সোহেল ও রুবেল নামে আরো দু’জন সামান্য আহত হয়েছেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।