বিরল ইউপি নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে/ছবি: বাংলানিউজ
দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ও ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এতে একটিতে আওয়ামী লীগ ও একটি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বিরল উপজেলা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ফল ঘোষণা করেন।
৭ নম্বর বিজোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন (নৌকা প্রতীক) ৬ হাজার ৮৫৬ ভোট ও ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর শুকুর (স্বতন্ত্র-আনারস প্রতীক) ২ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।