তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সেফাউল মুলক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৩৮ ভোট।
এর আগে রোববার (১৬ এপ্রিল) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত পৌনে ৯টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ইউনিয়নের নির্বাচনে ৮৮.০৯ শতাংশ ভোট পড়েছে। ৯টি সাধারণ আসনে নির্বচিত সদস্যরা হলেন- মমরেজ আলী, বিল্টু আলী, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, সেতাউর রহমান, গোলাম মোস্তফা, সেন্টু আলী, রুহুল আমিন ও আনারুল ইসলাম।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন- বিজলী বেগম, আরিফা বেগম ও ফেরদৌসী বেগম।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআরএস/জেডএস