ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেনাউল ইসলাম ৪৬৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সেফাউল মুলক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৩৮ ভোট।

 

এর আগে রোববার (১৬ এপ্রিল) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত পৌনে ৯টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ ফলাফল ঘোষণা করেন।  

তিনি জানান, ইউনিয়নের নির্বাচনে ৮৮.০৯ শতাংশ ভোট পড়েছে। ৯টি সাধারণ আসনে নির্বচিত সদস্যরা হলেন- মমরেজ আলী, বিল্টু আলী, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, সেতাউর রহমান, গোলাম মোস্তফা, সেন্টু আলী, রুহুল আমিন ও আনারুল ইসলাম।  

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন- বিজলী বেগম, আরিফা বেগম ও ফেরদৌসী বেগম।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।