ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে চেয়ারম্যান পদে আ’লীগ ২, স্বতন্ত্র ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
মাদারীপুরে চেয়ারম্যান পদে আ’লীগ ২, স্বতন্ত্র ৪

মাদারীপুর: মাদারীপুরের দুই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববারের ( ১৬ এপ্রিল) নির্বাচনে রাজৈর উপজেলার চারটি ইউপির তিনটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগ এবং কালকিনি উপজেলার দু’টি ইউপির একটিতে আওয়ামী লীগ ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রেহানা বেগম ৩ হাজার ৭শ’ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বাদল তালুকদার পেয়েছেন ৩ হাজার ৪শ’ ৮২ ভোট।

একই উপজেলার এনায়েতনগর ইউপিতে আওয়ামী লীগের শহিদুল্লাহ মারুফ নৌকা প্রতীকে ৪ হাজার ১শ’ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীকে ২ হাজার ১শ’ ৬৬ ভোট পেয়েছেন।

রাজৈর উপজেলার হোসেনপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চুন্নু মিয়া পেয়েছেন ২ হাজার ৪শ’ ৩৯ ভোট।

আমগ্রাম ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জাহিদুর রহমান টিপু আনারস প্রতীকে ৫ হাজার ৬শ’ ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পান্না লাল চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১শ’ ৯২ ভোট।

খালিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হামিদুল শাহ আলম আনারস প্রতীকে ৬ হাজার ৪শ’ ১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ৩শ’ ২০ ভোট পেয়েছেন।

বদরপাশা ইউপিতে আওয়ামী লীগের সাবিনা আক্তার নৌকা প্রতীকে ২ হাজার ৬শ’ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩শ’ ৭০ ভোট।

বাংলা‌দেশ সময়: ২২১০ ঘণ্টা, এ‌প্রিল ১৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।