ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরের সোনাতনী ইউপিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
শাহজাদপুরের সোনাতনী ইউপিতে আ’লীগ প্রার্থী বিজয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন নয় হাজার ৬শ ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রুবেল রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭শ ২০ ভোট।

 

রোববার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুন রাজীব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।