ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে কিশোরীকে তিন বখাটের অপহরণের চেষ্টা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কালীগঞ্জে কিশোরীকে তিন বখাটের অপহরণের চেষ্টা  কিশোরীকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে প্রকাশ্যে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অজ্ঞান করে অপহরণের চেষ্টা করেছে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলের দিকে কালীগঞ্জ শহরের পৌর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।  

ওই কিশোরী কালীগঞ্জ আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই কিশোরী। পথে পৌর কবরস্থানের কাছে পৌঁছালে আড়পাড়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে হৃদয় (১৭), একই গ্রামের বদর উদ্দীনের ছেলে শিমুল হোসেন (১৮) ও আব্দুল্লাহ (১৭) নামে তিন বখাটে তাকে অপহরণের চেষ্টা করে। সেসময় এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে তারা কিশোরীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।