রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
জামালগঞ্জ সদর ইউপিতে আনারস প্রতীক নিয়ে তিন হাজার ৩শ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাজ্জাদ মাহমুদ তালুকদার।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. রজব আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে দুই হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম. নবী হোসেন নৌকা প্রতীক নিয়ে দুই হাজার ৬শ ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে লড়ছেন চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন।
জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৭শ ১৯ জন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭শ ৯৯ জন।
গত বছরের ২৮ জানুয়ারি জামালগঞ্জ সদর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে গেজেট প্রকাশিত হওয়ার পরই এই নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফুর রহমান সদর ইউপিতে সাজ্জাদ মাহমুদ তালুকদাকে ও জমালগঞ্জ উত্তর ইউপিতে মো. রজব আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএনএস