জিয়া কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের শরীরে দায়ের ৬টি কোপের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে মরদেহ রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সন্দেহভাজনদের দ্রুত আটকের চেষ্টা চলছে।
নিহত জিয়াউদ্দিন কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নরুল আনোয়ারেরে ছেলে।
বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
টিটি/এজেড/এসএনএস