ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে হত্যা

কক্সবাজার: কক্সবাজারে জিয়াউদ্দিন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে কুপিয়ে হত্যা করেছে ইয়াবা ব্যবসায়ীরা। 

জিয়া কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।  

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইনুদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের শরীরে দায়ের ৬টি কোপের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে মরদেহ রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সন্দেহভাজনদের দ্রুত আটকের চেষ্টা চলছে।  

নিহত জিয়াউদ্দিন কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নরুল আনোয়ারেরে ছেলে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
টিটি/এজেড/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।