ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে মৌচাক ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কালিয়াকৈরে মৌচাক ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী গাজীপুর জেলা যুবলীগের সদস্য লোকমান হোসেন (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ (ধানের শীষ)।  

অন্যান্য বিজয়ীরা হচ্ছেন- সংরক্ষিত ওয়ার্ডের সালমা আক্তার, শাহানাজ আক্তার ও মোসা. মাহফুজা বেগম।  

সাধারণ সদস্যরা হলেন- ১নং ওয়ার্ডের আ. কদ্দুছ আজাদ, ২নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৩নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে আ. মান্নান সিকদার, ৫নং ওয়ার্ডে সেলিম সরকার, ৬নং ওয়ার্ডে লাবিব উদ্দিন, ৭নং ওয়ার্ডে আবুল হাসেম, ৮নং ওয়ার্ডে মোশারফ হোসেন ও ৯নং ওয়ার্ডে শহিদুজ্জামান জুয়েল।  

কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবুল কালাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।