লতাচাপলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আনছার উদ্দিন মোল্লা আট হাজার ১শ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মোসলেম মুসুল্লী পাখা মার্কায় দুই হাজার ৭শ ৯৫ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র মহিউদ্দিন মুসুল্লী এক হাজার ৭শ ৩৯ ভোট পেয়েছেন।
অ ধুলাসার ইউনিয়নে আব্দুল জলিল সাত হাজার ৩শ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কে. এম খালেকুজ্জামান এক হাজার ৬শ ৮০ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইয়াকুব আলী এক হাজার ২শ ৬৯ ভোট পেয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়। লাতাচাপলী ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৬ হাজার ১০৪ জন, ধুলাসার ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১২ হাজার ৭শ ৪০ জন ভোটার রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএস/এসএনএস