ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সেনবাগে ২ ইউপিতে আ’লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সেনবাগে ২ ইউপিতে আ’লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত  

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের স্থগিত ৫টি কেন্দ্রে ৩য় দফায় পুনরায় ভোটগ্রহণে দুই ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) রাতে নোয়াখালী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে জানান, নির্বাচনে কেশারপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বেলাল হোসেন ভূঁইয়া ও মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রুহুল আমিন ভূঁইয়া বেসরকারীভাবে নির্বাচিত হন।

 

প্রাপ্ত ভোটে ফলাফলে কেশারপাড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বেলাল হোসেন ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে সাত হাজার ৮শ ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মনোনীত আবদুল হক সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৮শ ১৬ ভোট। ভোটের ব্যবধান তিন হাজার ৩১।

মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রুহুল আমিন ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে দুই হাজার ৫শ ৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (বিদ্রোহী) আমিনুল ইসলাম দুলাল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৪শ ২৪। ভোটের ব্যবধান ১শ ২৬।

এর আগে, রোববার সকাল ৮টা থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের স্থগিত ৫টি কেন্দ্রে ৩য় দফায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

গত বছর ২৮ মে সেনবাগ উপজেলার ইউপি নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে অনেকগুলো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে ওই বছরের ৩১ অক্টোবর ২য় দফার নির্বাচনেও কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নের ৫টি কেন্দ্রের ভোট পুনরায় স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসএনএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।