ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দশমিনার চরবোরহান ইউনিয়নে নৌকা প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
দশমিনার চরবোরহান ইউনিয়নে নৌকা প্রার্থীর জয়

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার নবগঠিত চরবোরহান ইউনিয়নে প্রথমবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন।

রনগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. নজির সরদার নৌকা প্রতীক নিয়ে এক হাজার ৯শ ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী সতন্ত্র ঢোল প্রতীকে পেয়েছেন ২শ ৮২ ভোট এবং বিএনপি’র মনোনীত মো. শামীম হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৪৮ ভোট।

নবগঠিত এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৬শ ৫৭, এর মধ্যে তিন হাজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।