তার বাড়ি জামালপুর বক্সিগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় থাকতেন।
মৃত ইয়াকুব আলীর সাত সন্তানের মধ্যে ৫ম হচ্ছেন ঢামেক পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, তার বাবা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১২ এপ্রিল ব্রেন স্ট্রোকের কারণে তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।
কর্মজীবনে মৃত ইয়াকুব আলী সিটি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অ্যাডমিন সেকশনের বেসরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাতেই উত্তর বাড্ডায় তার মরদেহ দাফন করা হবে।
ঢামেক পরিচালক তার বাবার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসএনএস