আহতদের মধ্যে রয়েছেন- জরিনা খাতুন (৭৫), আমেনা বেগম (৫০), মানিক মিয়া (৬০), আলী আকবর (৪৫), সরভানু (৩৭), মজনু মিয়া (২৭), আব্দুল গনি (৩০), আফরোজা বেগম (২৬), রাজা মিয়া (৪০), হাশেম আলী (৪৫) ও রূপসী বেগম (৪০)।
আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাইটকমারী এলাকার জয়নাল হাজারী ও আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। সকালে জয়নালের ছেলে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করতে গেলে আব্দুর রহমানের লোকজন বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় হালচাষের ট্রাক্টর মেশিনটি ভেঙে গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের লোকজন।
রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জিপি/এএসআর