ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পল্লী উন্নয়ন বোর্ড ও আয়কর আইন অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
পল্লী উন্নয়ন বোর্ড  ও আয়কর আইন অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক- ছবি- পিআইডি

ঢাকা: ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন- ২০১৭’ এবং ‘আয়কর আইন- ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হয়ে আসছে।

নতুন আইনে বড় কোনো পরিবর্তন নেই। মূলতও এটাকে ইংরেজি থেকে বাংলা করে নতুন আইনটি নিয়ে আসা হয়েছে।

নতুন আইনে কিছু বিষয় হালনাগাদ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে বিধান ছিলো বোর্ড বছরে ছয়বার ও দুই মাসে একবার সভা করবে। এটাকে পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে প্রতি ছয় মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা হবে।

তিনি বলেন, আগে পাঁচ জনের কম হলে কোরাম হতো না, প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এক-তৃতীয়াংশ সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম হবে।

আয় অধ্যাদেশ থেকে আয়কর  আইন
‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪’ এর বিধানাবলী ‘আয়কর আইন- ২০১৭’ হিসেবে পাস করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধ্যাদেশটি সামরিক শাসনামলের। এটা পরিবর্তন করার আবশ্যকতা রয়েছে। ১৯৮৪ থেকে অধ্যাদেশের যতো সংশোধন হয়েছে সবগুলোকে একত্রিত করে একটা সমন্বিত আইন করা হয়েছে।

নতুন আইনে কোনো পরিবর্তন হয়নি। তবে সময় না থাকায় এটা আপাতত ইংরেজিতে করা হয়েছে, পরে বাংলায় নতুনভাবে করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমআইএইচ/জিপি/জেডএম

** ভুটান ও ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অনুমতি
** আরডিএ’র মহাপরিকল্পনা পরিপন্থী ভূমি ব্যবহারে জেল-জরিমানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।