সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
এসময় অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে চৌরাস্তা সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে শিক্ষক মো. ইউছুফের সঙ্গে চাঁদা আদায়কারী আলীপুর গ্রামের মৃত আবদুল বাকীর ছেলে মো. রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ওই শিক্ষককে মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনা জানার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে।
এসময় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরআর/বিএস