সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার নিত্যানন্দনপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াকুব আলী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, নিত্যানন্দনপুর এলাকার একেএম রেজাউল হকের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
বাড়ির মালিক রেজাউল বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে বসতবাড়ির প্রয়োজনীয় আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এমজেএফ