ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পশু মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
পশু মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় পোল্ট্রি খামারের মুরগি রক্ষার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন রশিদ রায়হান (দুই বছর সাত মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। রায়হান মধ্যমপাড়া  এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে।

শিশুটির বাবা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের এলাকার বাসিন্দা মো. মোরশেদ এবং মো. রুবেলের যৌথ মালিকানায় একটা পোল্ট্রি ফার্ম রয়েছে। বন্য পশু থেকে মুরগি রক্ষার জন্য রাতে খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া থাকে এবং সকালে তা খুলে নেওয়া হয়। কিন্তু সোমবার সকালে তারা ফাঁদটি খুলতে ভুলে যান। এসময় রায়হান খেলতে খেলতে হঠাৎ সেখানে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা করেনি। তবে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।