সোমবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। রায়হান মধ্যমপাড়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে।
শিশুটির বাবা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের এলাকার বাসিন্দা মো. মোরশেদ এবং মো. রুবেলের যৌথ মালিকানায় একটা পোল্ট্রি ফার্ম রয়েছে। বন্য পশু থেকে মুরগি রক্ষার জন্য রাতে খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া থাকে এবং সকালে তা খুলে নেওয়া হয়। কিন্তু সোমবার সকালে তারা ফাঁদটি খুলতে ভুলে যান। এসময় রায়হান খেলতে খেলতে হঠাৎ সেখানে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা করেনি। তবে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ