ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করলো ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করলো ভারত শিথিল হচ্ছে ভারতের মেডিকেল ভিসা

ঢাকা: বাংলাদেশি ট্যুরিস্ট ও নারীদের ভিসার পর এবার চিকিৎসা ভিসার নিয়ম-কানুনও শিথিল করলো ভারত। দু’দেশের বন্ধন আরও জোরালো করতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেওয়া ঘোষণা অনুযায়ী নতুন এ সুবিধা যুক্ত হলো।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প‍াঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগনির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রে অন্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলশান, ঢাকা এবং ঢাকার বাইরের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.ivacbd.com
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।