ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মুজিবনগর দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ঝালকাঠিতে মুজিবনগর দিবস পালিত

ঝালকাঠি: মুজিবনগর দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৭ এপ্রিল) সকালে শহরের টাউনহলস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সুলতান হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহাবুব হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, রেজাউল করিম জিএস জাকির, মেজবাউদ্দিন খান শাহিন, সোয়েবুর মোর্শেদ সোহেল, বরিশাল ’ল কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক প্রো-ভিপি এস এম রাজ্জাক পিন্টু, মো. জামাল হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সভায় বক্তারা মুজিবনগরের তৎকালীন তাৎপর্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।