ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ বস্তা সরকারি চাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ বস্তা সরকারি চাল জব্দ চাল-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ফাল্গুনী ডেকোরেটার্স নামে একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের নাসিরপুর বাজার থেকে চালগুলো জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে বন্ধন দেব নামে এক ব্যক্তি ডিলার হিসেবে নিয়োগ পান।

তাকে বিতরণের জন্য ১১ হাজার ৮৮০ কেজি চাল দেওয়া হয়।   রোববার (১৬ এপ্রিল) রাতে ডিলার বন্ধন ৩১ বস্তা চাল উপজেলা সদরের নাসিরপুর বাজারের বিকাশ পালের ফাল্গুনী ডেকোরেটার্সে নিয়ে সরকারি বস্তা থেকে খুলে চালগুলো প্লাস্টিকের সাদা বস্তায় ভরছিলেন। এসময় স্থানীয় এক ব্যক্তি এতে বাঁধা দেন। এসময় বন্ধন ও বিকাশ ওই ব্যক্তিকে তিন বস্তা চাল নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু ওই ব্যক্তি এতে রাজি হননি। তিনি বিষয়টি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমকে জানান। পরে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেন।  

সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই দোকান থেকে ৩১ বস্তা চাল জব্দ করেন। পরে এসব চাল বাজারে নিয়ে ৪৫ হাজার টাকায় নিলাম তুলে বিক্রি করেন। নিলামের টাকা বাজারের মসজিদ ও মন্দিরে খরচের জন্য দেওয়া হয়েছে।

সরকারি চাল চুরি করে বিক্রির অভিযোগে বন্ধন দেবের সব ধরনের ডিলারশিপ বাতিল করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।