সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের মধুপুর গ্রামের মালেক আজিজ ভুঁইয়া বাড়ির পাশে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মধুপুরের মালেক আজিজ ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া রোজিনা আক্তারের মেয়ে কল্পনা আক্তার ও হোসেন মিয়া বাড়ির ভাটাটিয়া আবু বক্কর সিদ্দিকের মেয়ে ইয়াছমিন নুরী।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, দুপুরে কল্পনা ও ইয়াছমিন একসঙ্গে মধুপুর জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ