ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রিকশাচালক সেজে গাঁজা সম্রাটকে আটকালো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
রিকশাচালক সেজে গাঁজা সম্রাটকে আটকালো পুলিশ

কুড়িগ্রাম: পরনে লুঙ্গি, কোমরে বাঁধা গামছা আর গায়ে পুরনো গেঞ্জি। এভাবেই রিকশাচালক সেজে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা সম্রাটকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান রিকশাচালক সেজে অভিনব কায়দায় গাঁজা সম্রাট রনজিৎ রায়কে আটক করেন।

এসময় এসআই আতাউরের নেতৃত্বে অভিনব পোশাকে চার সদস্যের পুলিশের একটি দল পুরাতন অনন্তপুর বানভাসার মোড় পুরুরপাড় থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রনজিৎকে হাতে নাতে আটক করে।

এসআই আতাউর রহমান বাংলানিউজকে জানান, মাদকের এ চক্রটিকে ধরার জন্য ২০০ টাকা দিয়ে একটি রিকশা ভাড়া করে অভিযান চালানো হয়। উলিপুরকে মাদকমুক্ত করার প্রচেষ্টায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।