সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট সিংগা গ্রাম থেকে পুলিশ দুলালীর মরদেহ উদ্ধার করে।
দুলালী রাণী উপজেলার রাজপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট সিংগা গ্রামে মাখম মিস্ত্রীর ছেলে রিপন মিস্ত্রীর সঙ্গে ১০ বছর আগে দুলালীর বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে রয়েছে। রিপন বরগুনা পাথরঘাটা উপজেলার খাসতাবক গ্রামের এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত।
এ ঘটনার জের ধরে সোমবার ভোরে রিপন দুলালীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে দুলালীর বাবা নারায়ণ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পালিয়ে থাকা রিপনকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন দুলালীকে হত্যার কথা স্বীকার করে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ