ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী হত্যা মামলায় লেখক শাহাবুদ্দিন নাগরী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ব্যবসায়ী হত্যা মামলায় লেখক শাহাবুদ্দিন নাগরী গ্রেফতার

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার ঘটনায় লেখক মো. শাহাবুদ্দিন নাগরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রল) সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

শাহাবুদ্দিন নাগরি নিহত ওই ব্যবসায়ীর স্ত্রীর বন্ধু বলে জানা গেছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুমের ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়।

ঘটনায় পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শাহাবুদ্দিন নাগরীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।