কোস্টগার্ড পাগলা ক্যাম্পের চিফ পেটি অফিসার মো. ফারহাদ মাস্টার বাংলানিউজকে জানান, সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের মিরশরাই বাস্তুহারা এলাকার বিসমিল্লাহ ফ্যাক্টরিতে পাগলা কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এসময় ফ্যাক্টরি থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জাহাঙ্গীর (৪২) নামে চেয়ারম্যানের এক আত্মীয়কে আটক করা হয়।
অপরদিকে, সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা নদীতে কোস্টগার্ডের আরেকটি দল অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত ৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/