ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে সোয়া ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মুন্সীগঞ্জে সোয়া ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস কারেন্ট জাল-ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে জব্দকৃত ৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পাগলা ক্যাম্পের চিফ পেটি অফিসার মো. ফারহাদ মাস্টার বাংলানিউজকে জানান, সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের মিরশরাই বাস্তুহারা এলাকার বিসমিল্লাহ ফ্যাক্টরিতে পাগলা কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এসময় ফ্যাক্টরি থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জাহাঙ্গীর (৪২) নামে চেয়ারম্যানের এক আত্মীয়কে আটক করা হয়।

পরে জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল রহমান খোন্দকার ৫ হাজার জরিমানা আদায় করে ছেড়ে দেন।
 
অপরদিকে, সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা নদীতে কোস্টগার্ডের আরেকটি দল অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত ৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।