ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

লোকালে আরো উপেক্ষিত নারী

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
লোকালে আরো উপেক্ষিত নারী    বাসের ভেতর সংরক্ষিত আসন উদ্ধারের চেষ্টা নারীর। ছবি: দীপু মালাকার

ঢাকা:  দিন দুই হলো সিটিং সার্ভিস পরিণত হয়েছে লোকালে। এখন বাসের ভেতরে সিটে বসে, দাঁড়িয়ে, ঝুলে গাদাগাদি হয়ে কর্মস্থলে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা। এতে গণপরিবহনে যাতায়‍াতকারী নারীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে।  

অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম বন্ধ করতে রাজধানীতে রোববার (১৭ এপ্রিল) থেকে তথাকথিত সিটিং সার্ভিস বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
 
সরজমিনে দেখা গেছে, প্রতিটি বাসে পেট ভর্তি যাত্রী।

নারীদের সংরক্ষিত আসনে পুরুষ যাত্রী বসা। এ বিষয়ে বাসের কর্মচারীরা নির্বিকার। নারীরা বাসে উঠতে চাইলে গেট আগলে হেলপার বলছেন, মহিলা সিট নাই! ওঠানো যাবে না। আপনে দাঁড়াতে পারবেন না। '
 
বাসের ভেতরে সিটের উপর স্পষ্ট করে লেখা ' নারী, শিশু ও প্রতিবন্ধীদের সংরক্ষিত ৬/৯/১৩ সিট'। কিন্তু লেখাটা দেখেও না দেখার ভান করছেন পুরুষ যাত্রীরা। আর লিখে দিয়েই দায় সেরেছেন পরিবহন কর্মচারীরা। তারা ব্যস্ত যাত্রী ওঠানো নিয়েই।
 
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিবহনের হেলপার মইনুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা তো লিখে দিয়েছি, এখন না শুনলে কি করবো। জোর করে উঠায়া তো আর দেয়া যায় না। সিটিং ছিলো ভালো ছিলো, এখন বোঝেন... লোকালের মজা! বাসে যাত্রী ভর্তি থাকলে নারী ওঠাবো ক্যামনে?নারীদের বাসে ওঠার যুদ্ধ।  ছবি: দীপু মালাকার
 
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেরীন আফরোজ। মিরপুর কাজীপাড়া থেকে লাইনে দাঁড়িয়ে বিকল্প অটো পরিবহনে যাতায়াত করতেন। সিটিং সার্ভিস লোকাল হওয়ায় এখন কাজী পাড়া থেকে বাসে উঠ‍া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
 
মেহেরীন বাংলানিউজকে বলেন, বিকল্প অটো পরিবহনটি লোকাল হওয়ায় আগে থেকে যাত্রী ভর্তি হয়ে আসছে। নারী সিটে পুরুষ বসছে। লাইন না থাকায় পুরুষ যাত্রীরা হুড়োহুড়ি করে বাসে উঠছে, আমরা তো দৌড়ে উঠতে পারি না, ফলে লোকাল হওয়ায় ভোগান্তি আরো বেড়েছে। বাসে উঠতে গেলে বলছে- মহিলা দাঁড়াতে পারবে না। তাহলে যাব কি করে আমরা?
 
বাসের ভেতরে নারী সিটে বসার বিষয়ে সরকার আইন করলেও সে আইন কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার নজির দেখা গেল। না আছে মনিটরিং ব্যবস্থা, না আছে মানুষের মধ্যে আইন মানার প্রবণতা। উল্টো নারীদের সংরক্ষিত আসন নিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে পরিবহন কর্মচারী ও পুরুষ যাত্রীদের।
 
ঢাকা পরিবহনের চালক কাইয়ুম বলেন, এখন কোনটা নারী সিট, কোনটা পুরুষ সিট দেখার সময় নেই, বাস ভর্তি যাত্রী কারে ওঠায় দিয়ে মহিলা উঠাবো?  বাস ফাঁকা থাকলে মহিলা যাত্রী উঠানো যায়। বাসের ভেতর ভিড় থাকলে নারীর জন্য সিট রাখা সমস্যা।
 
বাংলাদেশ সময়:  ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমসি/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।