ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অপহরণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
না’গঞ্জে অপহরণের অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় অপহরণের অভিযোগে সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত মো. খবির হোসেনকে (২৫) উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের গোপচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজন কাশীপুর হোসাইন নগর এলাকার মজিদ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বাংলানিউজকে বলেন, ফতুল্লা থানাধীন চর নরসিংপুর এলাকায় বসবাসকারী খবির হোসেন নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা, এমন অভিযোগের ভিত্তিতে গোপচর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সুজনকেও আটক করা হয়। তবে সুজনের সহযোগীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

অপহৃত খবির হোসেন শরীয়তপুর জেলার জাজিরা থানার আকনকান্দি এলাকার আবুল আকনের ছেলে। সে বর্তমানে ফতুল্লা থানাধীন চর নরসিংপুর এলাকার বসবাস করে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।