সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পর্যায়ের একাধিক দায়িত্বশীল বৈঠকসূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে বিষয়টি নিয়ে তার কথা হয়েছে।
‘ওই অনুষ্ঠানে আমি প্রধান বিচারপতিকে বলেছি, সুপ্রিম কোর্টের সামনে যে গ্রিক ভাস্কর্য জাস্টিশিয়া তৈরি করেছেন, এ জাস্টিশিয়া কোথায় পেয়েছেন? এ ভাস্কর্যে আবার শাড়ি পরিয়েছেন। যা পরা ছিলো, তাই পরান। দেখতেও তো সুন্দর না, আবার পরানো হয়েছে শাড়ি’- শেখ হাসিনাকে উদ্ধৃত করেন বৈঠকসূত্রের একজন।
‘আমি বলেছি, কাছেই জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে ঈদের নামাজ পড়া হয়। ওখান থেকে এ ভাস্কর্য দেখা যায়। হয় ওই ভাস্কর্য ওখান থেকে সরিয়ে (স্থানান্তর) দেন, আর না হলে ওই ভাস্কর্যকে ওই দিক থেকে আড়াল করে দেওয়ার ব্যবস্থা করেন, যেন ঈদগাহ থেকে দেখা না যায়’- বৈঠকে আরও জানান প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, বিচারপতিদের আবাসিক ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রের তিন অঙ্গ আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে যে বক্তব্য দেন, সে বক্তব্যের প্রশংসা হয় মন্ত্রিসভায়।
এ সময় সুপ্রিম কোর্টের সামনের নবনির্মিত ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তোলেন বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসকে/এএসআর