সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানায় সংগঠনটি।
যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে সিটিং বাস তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখনও তা কার্যকর হয়নি।
গণপরিবহনগুলো যাত্রীদের জিম্মি করে সিটিং বাস বন্ধের প্রতিশোধ নিচ্ছে। এতে যাত্রী অধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে বলে জানান শাকিল।
তিনি বলেন, সিটিং বাস বন্ধের সিদ্ধান্তে বাস মালিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করছেন। তারা একদিকে সিটিং সার্ভিস বন্ধের কথা বলছেন, অন্যদিকে নিজেদের বাসগুলোকে নিয়ন্ত্রণ করছেন না। যাত্রীদের সঙ্গে তারা প্রতারণা করছেন।
সিটিং বাসের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অভিযান চালালেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানান শাকিল।
যাত্রীরা সচেতন ও একমত হলে এ সমস্যা সমাধানে প্রশাসনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। পরিবহন নৈরাজ্য প্রতিরোধে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক। যাত্রীদের অধিকার সংরক্ষণে পরিবহনমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন তিনি।
গণপরিবহনে যাত্রী অধিকার নিশ্চিতের লক্ষ্যে সিটিং বাসের নৈরাজ্য বন্ধসহ ৮ দফা দাবিতে আন্দোলন করে আসছে যাত্রী অধিকার আন্দোলন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এএম/আরআর/জেডএস