গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ব্রিক লিংকাস নামক একটি অটো ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মির্জা আসাদুল কিবরিয়া জানান, সিটি করপোরেশনের বাইমাইলে ব্রিক লিংকাস নামক একটি অটো ইটভাটায় অভিযান চালানো হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে প্রয়োজনী সরঞ্জাম না থাকায় ভাটাটি ভেঙে দেওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরএস/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।