সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সদরের বুধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, রোববার সদর উপজেলার বুধল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনে মাইক প্রতীকে শিউলী আক্তার সেলিম ও তালগাছ প্রতীকে রওশন আরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাইক প্রতীকে শিউলী আক্তার সেলিম বিজয়ী হয়।
রোববার ভোটকেন্দ্রে শিউলীর এক সমর্থক রওশন আরার সমর্থক সুমনকে মারধর করে। এর জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
এ ঘটনার জের ধরে সোমবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ রানা বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ