সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ এপ্রিল (রোববার) দিনগত গভীর রাতে গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির টহলদল কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে অবদাঘাট পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালানো হয়।
এদিকে, গোদাগাড়ীর সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল টহল কমান্ডার হাবিলদার জাহিদ হোসেনের নেতৃত্বে কানাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ১০ বোতল ভারতীয় জেডি মদ ও দুই কেজি ৮ গ্রাম ভারতীয় সুরমা জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
এছাড়া সোমবার ভোরে রাজশাহীর চর মাজারদিয়া সীমান্ত এলাকায় কমান্ডার হাবিলদার আলাউদ্দিনের নেতৃত্বে হাজীর বাতান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
এ ব্যাপারে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জানান বিজিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসএস/জিপি/জেডএস