ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সীমান্তে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
রাজশাহীর সীমান্তে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক জব্দ রাজশাহীর সীমান্তে হেরোইন উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) সদস্যরা।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৬ এপ্রিল (রোববার) দিনগত গভীর রাতে গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির টহলদল কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে অবদাঘাট পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় এক কেজি ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

এদিকে, গোদাগাড়ীর সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল টহল কমান্ডার হাবিলদার জাহিদ হোসেনের নেতৃত্বে কানাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ১০ বোতল ভারতীয় জেডি মদ ও দুই কেজি ৮ গ্রাম ভারতীয় সুরমা জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

এছাড়া সোমবার ভোরে রাজশাহীর চর মাজারদিয়া সীমান্ত এলাকায় কমান্ডার হাবিলদার আলাউদ্দিনের নেতৃত্বে হাজীর বাতান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

এ ব্যাপারে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জানান বিজিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।