ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ৩ বেকারি মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
পাটগ্রামে ৩ বেকারি মালিককে জরিমানা

লালমনিরহাট: পণ্যের গুণগত মান যাচাই এবং বিএসটিআইয়ের সিএস লাইসেন্স গ্রহণ না করে পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদনের দায়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন বেকারির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বিএসটিআইয়ের রংপুর শাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন ও পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও নূর কুতুবুল আলম বাংলানিউজকে বলেন, বিকেলে উপজেলার বুড়িমারী বাজারে অভিযান চালানো হয়।

এসময় পণ্যের গুণগত মান যাচাই এবং বিএসটিআইয়ের সিএস লাইসেন্স গ্রহণ না করে পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন করায় মেসার্স নূরানী ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারির মালিককে ১৫ হাজার টাকা, পাটগ্রাম পৌরসভার স্টেশন এলাকার মেসার্স গফুর ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারির মালিককে ১৫ হাজার ও একই এলাকার দহগ্রাম রোডের মেসার্স লিমন বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।