সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে পূর্বদিকের বেড়িবাঁধের বাইরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের ভুইয়া ও কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় তা উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের ভুইয়া বাংলানিউজকে জানান, এখন জিরোপয়েন্টের পূর্বপাশে অভিযান চালানো হচ্ছে, পশ্চিম পাশের অবৈধ স্থাপনাও শিগগিরই উচ্ছেদ করা হবে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ইতোমধ্যে অন্তত ১০০ অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএস/আরআইএস/আরআই