ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মে জুড়ে না’গঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মে জুড়ে না’গঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মে মাস জুড়ে মহানগরের ২৭টি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। সেটা হবে সম্মেলনের মাধ্যমে, যিনি যোগ্য তাকে নেতৃত্বে আনবে তৃণমূল।

সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আজ যুদ্ধাপরাধীরা দেশ ধ্বংসের চেষ্টা করছে বলে উল্লেখ করে তাদের নির্মূলেরও আহ্বান জানান খোকন সাহা।

আলোচনা সভার আগে কার্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ ম‍ুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সহ সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, গোপীনাথ দাস, মাসুদুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, সদস্য শাখাওয়াত হোসেন সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।