ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গুলশানের বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
গুলশানের বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসা থেকে মুন্না (১১) নামে এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে নিকেতনের ৩ নম্বর রোডের ১৩২ নম্বর বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মুন্না ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।

তার বাবার নাম কামাল হোসেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার পোদ্দার মৃত শিশুর সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শিশুটি শহীদুল ইসলাম শিকদারের গুলশানের বাসায় গত দুইমাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল। রোববার দুপুর ১টার দিকে সবার অগোচরে সে বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়।

এসআই আরও উল্লেখ করেন, মৃত মুন্নার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফাঁসির কারণ জানাতে পারেনি বাসার লোকজন।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই সুব্রত কুমার পোদ্দার।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।