সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সাগরখালী ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি বাজারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবুল হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মোটরসাইকেলের পেছনে বসে আমলা থেকে খলিসাকুণ্ডির দিকে যাচ্ছিলেন জামিরুল। পথে সাগরখালী ব্রিজের উপর এলে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছন থেকে জামিরুল পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/