ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ২০০ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বাড্ডায় ২০০ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড জব্দ

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে আনুমানিক ২০০ রাউন্ড গুলি ও অবিস্ফোরিত ৩টি গ্রেনেড জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ত্রিমোহনীর খালি জায়গায় মাটি ভরাটের সময় এই গুলি ও গ্রেনেড পাওয়া যায়। গুলিগুলোকে ‘অনেক পুরনো’ বলছেন পুলিশ কর্মকর্তারা।

ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‍আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, আনুমানিক ২০০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে ধারণা করা হচ্ছে। পাওয়া গেছে ৩টি অবিস্ফোরিত গ্রেনেডও।  আমরা ঘটনাস্থলে আছি। আরও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।