ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বলেশ্বর নদে কার্গো ডুবে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
পিরোজপুরে বলেশ্বর নদে কার্গো ডুবে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর ইন্দুরকানি উপজেলায় বলেশ্বর নদে বালুবোঝাই কার্গো ডুবে মুরাদ শেখ (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার লাহুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুরাদ পিরোজপুর পৌরসভার ভাইজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা বাংলানিউজকে জানান, দুপুরে বলেশ্বর নদ থেকে বালু তুলে কার্গোটি পিরোজপুর শহরের দিকে যাচ্ছিল। পথে লাহুরি এলাকায় এলে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

এসময় কার্গোর চালক ইমাম হোসেন (২৫) নদীতে ঝাপ দিয়ে সাঁতরে তীরে উঠে যান। তবে মুরাদ কার্গোর ইঞ্জিন রুমে রাখা মানিব্যাগ আনতে গিয়ে বের হতে পারেনি। এর মধ্যেই কার্গোটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল থেকে এসে সন্ধ্যায় মুরাদের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।