ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাসের নারী আসনে গাট্টি, দণ্ড তবে কার!

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বাসের নারী আসনে গাট্টি, দণ্ড তবে কার! বাসের নারী আসনে রাখা হয়েছে গাট্টি/ছবি:বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী বাস খাজাবাবা। বাসের সংরক্ষিত নারী আসনে বসা কয়েকজন পুরুষ। দু’টিতে আবার নারী-পুরুষ কেউ নেই, রয়েছে বিশালাকায় গাট্টি। ঠিক পাশেই ব্যাগ হাতে কষ্ট করে দাঁড়ানো একজন নারী। সিটিং সার্ভিস বন্ধের পর গণপরিবহনে যখন চলছে নতুন নৈরাজ্য, তখন এ দৃশ্য বড়ই বেমানান।

অসঙ্গতির এখানেই শেষ নয়। গণপরিবহনে সংরক্ষিত নারী আসনে পুরুষ যাত্রী বসলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে দণ্ড তবে কার হবে?

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী খাজাবাবা পরিবহনে এ চিত্র দেখা যায়।  

কতিপয় সচেতন যাত্রী পিছন থেকে এ দৃশ্য দেখে ওই নারীকে সংরক্ষিত আসনে বারবার বসানোর কথা বললে এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। তারপরও সুরাহা হলো না বিষয়টির। দাঁড়িয়েই গন্তব্যে যেতে হলো ওই নারীকে।

কথা হলো ‍আইন করে যদি তার প্রয়োগ না হয়, দেখার কেউ না থাকে তাহলে লাভ কী? এ প্রশ্নের জবাব মেলে না কারও কাছে।

কিছুক্ষণ পর এক ব্যক্তি কন্ডাক্টরকে বলে উঠলেন, আমাদের কাছ থেকে সিটিংয়ের ভাড়া নিয়েছো। এখন লোকালের মতো যাত্রী বোঝাই করছো কেন? তখন কন্ডাক্টরের বক্তব্য, আমাদের বাস সিটিং না। আমরা লোকাল। এতে বসা যাত্রীরা উত্তেজিত হলেও লাভের লাভ কিছু হলো না। কারণ তাদের কাছে সিটিংয়ের সমান ভাড়া আদায় করা হয়েছে।
বাসের নারী আসনে রাখা হয়েছে গাট্টি
মাহবুবুর রহমান নামে এক যাত্রী কন্ডাক্টরকে মোবাইল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চার্ট দেখালে কন্ডাক্টর তাকে উপেক্ষা করে বলেন, আমরা এসব মানি না। যা করার পারলে করেন।

এভাবেই চলছে কথিত বন্ধ হওয়া সিটিং সার্ভিসের অনিয়ম। সিটিং নামে পরিবর্তন হলেও যায়নি তাদের সেই গলাকাটা আচরণ।

এদিকে রাজধানীর গুলিস্তান হয়ে মিরপুরগামী ওয়েলকাম, শিখর, বিহঙ্গসহ সিটিং নামধারী বেশকিছু পরিবহনে সিটিং শব্দটি বাদ পড়লেও যাত্রীদের থেকে আদায় করছে বাড়তি ভাড়া। সর্বনিম্ন ভাড়া মিনিবাসে ৫ টাকা ও বড় বাসে ৭ টাকা বলা হলেও তারা সর্বনিম্ন ভাড়া আদায় করছে ১০ টাকা বা তারও বেশি।

এভাবেই চলছে সিটিং থেকে লোকাল বনে যাওয়া নতুন চিটিং!

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।