সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মঈন ওই উপজেলার শিমুলগড় গ্রামের বাসিন্দা।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসএম) রাজু আহমেদ সংবাদ সম্মেলন করে বলেন, উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৯) চলমান পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থী। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে মঈন পুলিশের হাবিলদার পরিচয় দিয়ে দেলোয়রকে চাকরি দেওয়ার নাম করে তার বাড়িতে গিয়ে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে দর-দাম করে ১১ লাখ টাকায় নির্ধারণ করা হয় দেলোয়ারের পুলিশি চাকরি। শুধু তাই নয়, প্রতারক মঈন আরও তিন হাজার টাকা নেন বিবিধ খরচ বাবদ।
এদিকে দেলোয়ারের বাবা নিম্বর আলী বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মঈনকে আটক করে মাধবপুর থানায় নিয়ে যান। প্রতারক মঈন ঘটনার দায় স্বীকার করেন।
এএসএম রাজু আহমেদ আরও বলেন, পুলিশের নিয়োগ নিয়ে একদল প্রতারক চক্রের সৃষ্টি হয়েছে। আমরা এ রকম প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/আইএ