সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল-ইসলাম।
আলোচনা সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।
মাকসুদ কামাল বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের এ ইতিহাস জানা উচিত। কীভাবে বঙ্গবন্ধুকে হত্যার পরে ইতিহাসের মোড়কে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃতি ও ভুলণ্ঠিত করা হয়েছে। কীসের উপর ভিত্তি করে আজকের এই বাংলাদেশ তা নতুন প্রজন্মকে জানতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চর্চা করে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কীভাবে একটি রাষ্ট্র গঠন করতে হয়। তিনি ত্যাগের ইতিহাস শিক্ষা দিয়ে গেছেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
ব্যারিস্টার আমির-উল-ইসলাম বলেন, মুজিবনগর সরকার হচ্ছে দেশ পরিচালনার আন্দোলনের একটি প্রক্রিয়া। এর মাধ্যমে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছেন। তার রাজনীতিতে মানবিকতা, সামাজিক ন্যায়বিচার ছিলো। দীর্ঘ ২৪ বছর তিনি এ জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসকেবি/আরআইএস/এএ