সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউপির মহিশলুটিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মহিশলুটিয়া গ্রামের সেলিম মণ্ডল, আব্দুস সালাম, আরিফুল ইসলাম, চম্পা বেগম, মোসলেম মণ্ডল, হেনা বেগম, ইসলাম ও মজিদ।
ক্ষতিগ্রস্ত মোসলেম মণ্ডল বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সেলিম মণ্ডলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি বসত ঘর, ছয়টি রান্নাঘর ও ছয়টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কাজী আরিফুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনটি