সোমবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
হাসান মার্কেটের ব্যবসায়ী কমিটির সহ সভাপতি নাজমুল কবীর পাবেল বাংলানিউজকে বলেন, রাতে সন্ধানী ক্লথ স্টোরে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনে পাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৭০/৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দমকল বাহিনী সিলেটের উপ পরিচালক রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মার্কেটের অভ্যন্তরে সন্ধানী ক্লথ স্টোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমমকল বাহিনীর কর্মীরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনইউ/এনটি