ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মশক নিধন কার্যক্রম চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
রাজশাহীতে মশক নিধন কার্যক্রম চলছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মশক নিধনে ফগার মেশিন দিয়ে স্প্রে কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৬টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রম চলবে আগামী ৯ মে পর্যন্ত।

প্রতিদিন নগরীর ৫টি ওয়ার্ডে ভোর সোয়া ৬টা ও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই শিফটে  ৩০টি ওয়ার্ডে ১৮ দিন ও কেন্দ্রে ৩ দিনসহ মোট ২১ দিন চক্রাকারে ফগার স্প্রে করা হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন মশক নিধন কার্যক্রম জোরদারের এই কথা জানান।

তিনি বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বুধবার ৯, ১১, ১২, ১৩ ও ২২নং ওয়ার্ডে, প্রতি বৃহস্পতিবার ৬,৭,৮,১০ ও ১৪নং ওয়ার্ডে, প্রতি শুক্রবার ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে, প্রতি শনিবার ২০, ২১, ২৩, ২৪ ও ২৭নং ওয়ার্ড, প্রতি রোববার ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে ও প্রতি সোমবার ২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডে এবং প্রতি মঙ্গলবার বিভিন্ন সরকারি, আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ইত্যাদি ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

কর্মতালিকা অনুযায়ী মহানগরীর সংশ্লিষ্ট ওয়ার্ডের স্ল্যাব ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটি ট্যাংকি ও জঙ্গলে এই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, মশক নিধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি বলেন, এখন থেকে নগরবাসীর সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কারন সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকদের ট্যাক্সেই সিটি করপোরেশন চলে। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আগে বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন মেয়র বুলবুল।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।