ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল শাহ আলম ট্রাক চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুরনো পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাইওয়েতে রাতে দায়িত্বপালন শেষে পুলিশের একটি গাড়ি চালক কনস্টেবল শাহ আলম মহাসড়কের পাশে রেখে দেন। এরপর তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি মালবাহী ট্রাক শাহ আলমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালক এবং হেলপারকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭/আপডেট ১০১৬ঘণ্টা
এমবিএইচ/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।