রাজশাহী: রাজশাহীতে হজরত শাহ্ মখদুম (রহ.) এর ৭শ'৭তম ও খলিফা হজরত শাহ্ নূর (রহ.) ৪শ' ৬৩তম দু'দিনব্যাপী বার্ষিক ওরশ আগামী ২৪ ও ২৫ এপ্রিল মহানগরীর দরগাপাড়ার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দরগা শরিফের সাবেক তত্ত্বাবধয়ক শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- ২৪ এপ্রিল সোমবার বাদ ফজর থেকে জোহর কোরআন খানি, জিকির আসকার ও দোয়া।
বাদ আসর রাজশাহীর কেন্দ্রীয় দরগাহ জামে মসজিদে উভয় তাপশের জীবনী নিয়ে আলোচনা, বাদ মাগরিব শব-ই মেরাজের তাৎপর্য তুলে ধরে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল ও বাদ এশা উভয় তাপশের জীবনী ও শব-ই মেরাজের তাৎপর্য তুলে ধরে আলোচনা।
আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাত ও তোবারক বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী ওরশ। ওরশ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত শাহ্ মখদুম (রহ.) এর মাজার প্রাঙ্গণে আসবেন।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এস/আরআইএস/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।