ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। এ বিষয়ে ডিবি থেকে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসজেএ/আইএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।